একটি বটগাছ
সুদেষ্ণা গুপ্ত
চোখের সামনে নেমেছে অন্ধকার।
চুপিসারে মৃত্যু দেয় হাতছানি।
জানি তা জানি।
ভালবাসি দিগন্তের খোলা আকাশ,
মাটির গন্ধ আর ঝড়ো বাতাস।
কল্পনায় ভেসে বেড়াতে টানে মন,
খুঁজি যে প্রিয়জন।
বাস্তবের মুখমুখি হতে করে ভয়।
স্মৃতিগুলো যে বড়ো স্বপ্নময়।
চলতে পারিনে আর তোমার আঘাত বয়ে নিয়ে।
দু’চোখে জলের বন্যা যে যায় বয়ে।
যেমনি করে বান আসে বর্ষায় নদীতে,
দ্রুত বিপদসীমার ঊর্ধ্বে সেই বান যায় বয়ে।
মোর কল্পনার পালতোলা নৌকাটি
যায় ছিহ্ন ভিহ্ন হয়ে।
প্রকৃতি আমি, মোরে দাও থাকতে নিজেরই মতো।
ধ্বংস করে করোনা আশাহত।
আমিতো সতেজ করে রাখি সবে,
যারা মোর পাশে রবে।
মোরে দিওনা শেষ করে, দাও মোরে থাকতে বেঁচে।
আরতো চাইনি কিছু তোমার কাছে।
জীবন যন্ত্রণার চুপিচুপি কান্না
বয়ে নিয়ে চলেছি এই বুকে।
নির-বিহারী সাথিহারা হয়ে মন যে মোর দুখে।
এই পৃথিবী মোর প্রথম প্রেম। এটাই শেষ।
তুমি তা জানো, মানো বা না মানো।
মোর প্রেম স্পর্শ পেয়ে,
আলোয় আলোয় গেছে ভুবন ভুবনে ছেয়ে।
মোর প্রেমের সাথে সব ফুল ফোটে।
রাঙা হয় অকপটে।
কে জানে কেন বোঝনা মোর না বলা কথা।
অস্তিত্ব মোর কেন করো নিশ্চিহ্ন?
এটাই যে মনের ব্যাথা।
দীর্ঘকাল কালের পর কাল আমি আছি,
ফেলে সব নিজ কাজ।
আমি যে বটগাছ।
সুদেষ্ণা গুপ্ত
চোখের সামনে নেমেছে অন্ধকার।
চুপিসারে মৃত্যু দেয় হাতছানি।
জানি তা জানি।
ভালবাসি দিগন্তের খোলা আকাশ,
মাটির গন্ধ আর ঝড়ো বাতাস।
কল্পনায় ভেসে বেড়াতে টানে মন,
খুঁজি যে প্রিয়জন।
বাস্তবের মুখমুখি হতে করে ভয়।
স্মৃতিগুলো যে বড়ো স্বপ্নময়।
চলতে পারিনে আর তোমার আঘাত বয়ে নিয়ে।
দু’চোখে জলের বন্যা যে যায় বয়ে।
যেমনি করে বান আসে বর্ষায় নদীতে,
দ্রুত বিপদসীমার ঊর্ধ্বে সেই বান যায় বয়ে।
মোর কল্পনার পালতোলা নৌকাটি
যায় ছিহ্ন ভিহ্ন হয়ে।
প্রকৃতি আমি, মোরে দাও থাকতে নিজেরই মতো।
ধ্বংস করে করোনা আশাহত।
আমিতো সতেজ করে রাখি সবে,
যারা মোর পাশে রবে।
মোরে দিওনা শেষ করে, দাও মোরে থাকতে বেঁচে।
আরতো চাইনি কিছু তোমার কাছে।
জীবন যন্ত্রণার চুপিচুপি কান্না
বয়ে নিয়ে চলেছি এই বুকে।
নির-বিহারী সাথিহারা হয়ে মন যে মোর দুখে।
এই পৃথিবী মোর প্রথম প্রেম। এটাই শেষ।
তুমি তা জানো, মানো বা না মানো।
মোর প্রেম স্পর্শ পেয়ে,
আলোয় আলোয় গেছে ভুবন ভুবনে ছেয়ে।
মোর প্রেমের সাথে সব ফুল ফোটে।
রাঙা হয় অকপটে।
কে জানে কেন বোঝনা মোর না বলা কথা।
অস্তিত্ব মোর কেন করো নিশ্চিহ্ন?
এটাই যে মনের ব্যাথা।
দীর্ঘকাল কালের পর কাল আমি আছি,
ফেলে সব নিজ কাজ।
আমি যে বটগাছ।